আব্দুল্লাহ গুল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০১৮ - ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

সর্বশেষ পোস্ট

ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Friday, February 16, 2018

আব্দুল্লাহ গুল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০১৮

Full Scholarship

তুরস্কের আব্দুল্লাহ গুল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে। স্কলারশিপটি ফুল-ফান্ডেড হলেও শিক্ষার্থীকে তার বাসস্থান, স্বাস্থ্য ও যানবাহন খরচ গুলো বহন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা এবং সামাজিক ক্ষেত্রে অনেক অবদান রেখেছে।


আন্ডার-গ্রাজুয়েট শিক্ষার্থীদের এই ৪টি বিষয়ে হতে হবে-

  • ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী ( সিভিল, ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স, মেকানিকাল, ইন্ডাস্ট্রিয়াল)।
  • ব্যবসায় প্রশাসন।
  • আর্কিটেকচার।
  • মলিকিউলার বায়োলজী ও জেনেটিক্স।

আবেদনের শেষ তারিখ আগস্ট ৩, ২০১৮

স্থান: তুরস্ক

সুযোগ সুবিধাসমূহ


  • তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ৪ বছর ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ।
  • বাসস্থান সহ অন্যান্য সুবিধা অনেক কম খরচে শিক্ষার্থীরা পেয়ে থাকে।
  • ইংরেজী মাধ্যমে একটি উচ্চ মানসম্পন্ন শিক্ষা লাভের সুযোগ।
  • বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট টি দেখুন।

আবেদনের যোগ্যতা

  • আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থী।(স্যাট,এসিটি,জিসিই, এ-লেভেল, আইবি) ইত্যাদির বিশ্ববিদ্যালয় কোয়ালিফায়িং মার্ক্স ও ইংরেজীতে দক্ষতা থাকতে হবে।
  • উচ্চ মাধ্যমিক রেসাল্ট।
  • পড়াশুনার বাইরে কোন কাজের সার্টিফিকেট/ পুরস্কার।
  • আপনার স্টেটম্যান্ট কোয়ালিটি এবং এই সকল বিষয়ের ভিত্তিতে শিক্ষার্থীরা প্রাধান্য পাবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ।

আবেদন পদ্ধতি


  • সকল পরীক্ষার সার্টিফিকেট।
  • সকল পরীক্ষার মার্কসিট।
  • পাসপোর্ট/ জন্মনিবন্ধনের ইংরেজীতে অনুবাদ করা কপি।
  • আইইএলটিএস/ জিআরই/টোফেল ইত্যাদির সার্টিফিকেট।
  • ২ টি রেফারেন্স লেটার।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here