"নাইটহুড" উপাধি প্রাপ্ত ক্রিকেটাররা - ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

সর্বশেষ পোস্ট

ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, February 21, 2018

"নাইটহুড" উপাধি প্রাপ্ত ক্রিকেটাররা

ক্রিকেটের ইতিহাসে যারা অসামান্য অবদান রেখেছেন তাদেরদে সম্মানসূচক 'নাইট' উপাধিতে ভূষিত করার প্রচলন আছে অনেক আগে থেকেই। সাধারণত দুটি ক্যাটাগরিতে এই উপাধি দেওয়া হয়। 

  • প্রথমটি ক্রিকেটে অনন্য সব রেকর্ড গড়ে অবদান রাখার জন্য, 
  • আর দ্বিতীয়টি অন্যান্য ক্ষেত্রে অবদান রাখার জন্য। 

ক্রিকেটে অবদানের জন্য যারা 'স্যার' উপাধি পেয়েছেন:


অস্ট্রেলিয়া:

স্যার ডোনাল্ড জর্জ ব্র্যাডম্যান (১৯৪৯)

ইংল্যান্ড

স্যার জর্জ ব্রাউনিং (১৯৮৬)

স্যার অ্যালিস ভিক্টর বেডসার (১৯৯৬)

স্যার জন কার্ডাস (১৯৬৭)

দ্য লর্ড টনব্রিজ (১৯৯২)

স্যার জন বেরি হবস (১৯৫৩)

স্যার লিওনার্দ হাটন (১৯৫৬)

স্যার ফ্রান্সিস ইডেন ল্যাসি ( ১৯২৬)

স্যার হেনরি গ্রেশাম (১৯৫৩)

স্যার ফিলাম ফ্রান্সিস ওয়ার্নার (১৯৩৭)

স্যার ফ্রেডরিক চার্লস টোন (১৯২৯)

নিউজিল্যান্ড

স্যার রিচার্ড জন হ্যাডলি (১৯৯০)

ওয়েস্ট ইন্ডিজ

স্যার কার্টলি অ্যামব্রোস (২০১৪)

স্যার ওয়েজলি হল (২০১২)

স্যার কনরাড হান্ট (১৯৯৮)

স্যার ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস (১৯৯৯)

স্যার রিচার্ড বেঞ্জামিন রিচার্ডসন (২০১৪)

স্যার রবার্টস অ্যান্ডারসন (২০১৪)

স্যার গ্যারিফিল্ড সোবার্স (১৯৭৫)

স্যার ক্লয়েড লিওপলড ওয়ালকট (১৯৯৩)

স্যার এভারটন উইকস (১৯৯৫)

স্যার ফ্রাংক ওরেল (১৯৬৪)


অন্যান্য কারণে যারা 'স্যার' উপাধি পেয়েছেন


ইংল্যান্ড

স্যার ইয়ান বোথাম (২০০৭)

স্যার ফ্রান্সিস স্ট্যানলি জ্যাকসন (১৯৩২)

স্যার চার্লি স্মিথ (১৯৪৪)

ভারত

দ্য মহারাজকুমার অব ভিজিয়ানাগ্রাম (১৯৩৬)

নিউজিল্যান্ড

স্যার জ্যাক নিউম্যান (১৯৭৭)

দক্ষিণ আফ্রিকা

স্যার মারে বিসেট (১৯২৮)

স্যার উইলিয়াম হ্যারি মিল্টন

ওয়েস্ট ইন্ডিজ

দ্য লর্ড কনস্ট্যানস্টাইন (১৯৬২)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here