ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স - ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

সর্বশেষ পোস্ট

infocrunch-logo

ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

.com/

Post Top Ad

.com/

Post Top Ad

Tuesday, February 13, 2018

ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স

Responsive Ads Here
ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স:মূলত রাস্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে কারা আমন্ত্রন পাবেন এবং তাদের আসন বিন্যাস কি হবে,তারই নির্দেশিকা হল ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স। এ পদমানক্রম নির্ধারন করা হয়, রাষ্ট্রের গুরুত্বর্পূণ পদ ও কর্মক্ষেত্র বিবেচনায় রেখে।
infocrunchbd.blogspot.com+%25281%2529

১৯৭৫ সালে আবদুর রব কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রথম ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স প্রণয়ন করা হয়। ১৯৮৬ সালে প্রণীত হয় দেশের ২য় ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স।

১। রাষ্ট্রপতি

২। প্রধানমন্ত্রী

৩। সংসদের স্পিকার

৪।  (i) প্রধান বিচারপতি, (ii) সাবেক রাষ্ট্রপতি

৫। (i) মন্ত্রীবর্গ, (ii) চিফ হুইপ (iii) সংসদের বিরোধী দলীয় নেতা

৬। সরকারের মন্ত্রী না হয়েও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ

৭। বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত ও হাইকমিশনারবর্গ

৮। (i) প্রধান নির্বাচন কমিশনার (ii) সংসদের বিরোধী দলীয় উপ নেতা  (iii) আপিল বিভাগের বিচারপতিবর্গ  (iv) সংসদের হুইপবর্গ

৯।  (i) নির্বাচন কমিশনারগণ  (ii) হাইকোর্টের বিচারপতিগণ

১০। সরকারের ডেপুটি মন্ত্রীগণ


উৎসঃ এখানে ক্লিক করে ওয়ারেন্ট অফ প্রিসিডেন্স-এর পুরো তালিকা দেখতে পারবেন।

No comments:

Post a Comment

Post Top Ad