আব্দুল্লাহ গুল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০১৮ - ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

সর্বশেষ পোস্ট

infocrunch-logo

ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

.com/

Post Top Ad

.com/

Post Top Ad

Friday, February 16, 2018

আব্দুল্লাহ গুল বিশ্ববিদ্যালয় স্কলারশিপ ২০১৮

Responsive Ads Here
Full Scholarship

তুরস্কের আব্দুল্লাহ গুল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আন্ডারগ্রাজুয়েট শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ দিচ্ছে। স্কলারশিপটি ফুল-ফান্ডেড হলেও শিক্ষার্থীকে তার বাসস্থান, স্বাস্থ্য ও যানবাহন খরচ গুলো বহন করতে হবে। এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা এবং সামাজিক ক্ষেত্রে অনেক অবদান রেখেছে।

infocrunchbd.blogspot.com

আন্ডার-গ্রাজুয়েট শিক্ষার্থীদের এই ৪টি বিষয়ে হতে হবে-

  • ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী ( সিভিল, ইলেকট্রিকাল ও ইলেকট্রনিক্স, মেকানিকাল, ইন্ডাস্ট্রিয়াল)।
  • ব্যবসায় প্রশাসন।
  • আর্কিটেকচার।
  • মলিকিউলার বায়োলজী ও জেনেটিক্স।

আবেদনের শেষ তারিখ আগস্ট ৩, ২০১৮

স্থান: তুরস্ক

সুযোগ সুবিধাসমূহ


  • তুরস্কের বিশ্ববিদ্যালয়ে ৪ বছর ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ।
  • বাসস্থান সহ অন্যান্য সুবিধা অনেক কম খরচে শিক্ষার্থীরা পেয়ে থাকে।
  • ইংরেজী মাধ্যমে একটি উচ্চ মানসম্পন্ন শিক্ষা লাভের সুযোগ।
  • বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট টি দেখুন।

আবেদনের যোগ্যতা

  • আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থী।(স্যাট,এসিটি,জিসিই, এ-লেভেল, আইবি) ইত্যাদির বিশ্ববিদ্যালয় কোয়ালিফায়িং মার্ক্স ও ইংরেজীতে দক্ষতা থাকতে হবে।
  • উচ্চ মাধ্যমিক রেসাল্ট।
  • পড়াশুনার বাইরে কোন কাজের সার্টিফিকেট/ পুরস্কার।
  • আপনার স্টেটম্যান্ট কোয়ালিটি এবং এই সকল বিষয়ের ভিত্তিতে শিক্ষার্থীরা প্রাধান্য পাবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ।

আবেদন পদ্ধতি


  • সকল পরীক্ষার সার্টিফিকেট।
  • সকল পরীক্ষার মার্কসিট।
  • পাসপোর্ট/ জন্মনিবন্ধনের ইংরেজীতে অনুবাদ করা কপি।
  • আইইএলটিএস/ জিআরই/টোফেল ইত্যাদির সার্টিফিকেট।
  • ২ টি রেফারেন্স লেটার।

No comments:

Post a Comment

Post Top Ad