ব্রুনাই দারুসসালাম সরকার প্রতিবছরের মত এবারো বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তি ঘোষণা করেছে। ২০১৮-২০১৯ একাডেমীক সেশনে শিক্ষার্থীরা এই বৃত্তি নিয়ে ব্রুনাইতে পড়াশোনা করতে পারবে।
অফিসিয়াল লিংক
আরও বিস্তারিত জানতে:
যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন scholarship@mfa.gov.bn ইমেইল এড্রেসে।
নিম্নে উল্লেখিত বিশ্ববিদ্যালয় গুলোতে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার সুযোগঃ
- ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালাম
- ইউনিভার্সিটি ইসলাম সুলতান শরিফ
- ইউনিভার্সিটি টেকনোলজি দারুসসালাম
- পলিটেকনিক দারুসসালাম
স্থান: ব্রুনাই দারুসসালাম
সুযোগ-সুবিধাসমূহ
- টিউশন ফি, পরীক্ষা ফিসহ যাবতীয় ফি ফ্রি।
- ব্রুনাই দারুসসালাম আসা যাওয়ার জন্য ইকোনমি ক্লাস বিমান টিকেট।
- মাসিক ব্ক্তি ব্যক্তিগত ভাতা ব্রুনাই ৫০০ ডলার।
- মাসিক খাবারের ভাতা ব্রুনাই ১৫০ ডলার।
- বার্ষিক বই ভাতা ব্রুনাই ৬০০ ডলার।
- বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থা।
আবেদনের যোগ্যতা
- আবেদনকারী অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
- আবেদনকারী সরকার মাধ্যমে মনোনীত হতে হবে।
- আবেদনকারী অবশ্যই শারীরিকভাবে ফিট থাকতে হবে।
- আবেদনকারীকে অবশ্যই ১৮ থেকে ২৫ বছর বয়সের মধ্যে হতে হবে আন্ডারগ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা কোর্সের জন্য এবং পোস্টগ্রাজুয়েশনের জন্য আবেদনকারী অবশ্যই ৩৫ বছর বয়সের অধিক হতে পারবেন ৩১ই জুলাই ২০১৮ এর মধ্যে।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশী শিক্ষার্থী।
আবেদন পদ্ধতি
- “আবেদন করুন” বাটনে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করুন।
- আবেদন ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এনডোরস করতে হবে।
- পুলিশ থেকে সিকিউরিটি ক্লিয়ারেন্স নিতে হবে।
- আবেদন ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে তার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা এনডোরস এবং পুলিশ সিকিউরিটি ক্লিয়ারেন্স ইমেইল করতে হবে applyBDGS2018@mfa.gov.bn
- আবেদনের শেষ তারিখ: জানুয়ারি ৩১, ২০১৮
অফিসিয়াল লিংকআরও বিস্তারিত জানতে:
যেকোনো প্রশ্নের জন্য যোগাযোগ করুন scholarship@mfa.gov.bn ইমেইল এড্রেসে।
point koto lagbe??
ReplyDelete