তুর্কি বুর্সলারি ফুল ফ্রি স্কলারশিপ ২০১৮ - ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

সর্বশেষ পোস্ট

ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Saturday, February 17, 2018

তুর্কি বুর্সলারি ফুল ফ্রি স্কলারশিপ ২০১৮

Fully Funded

তুরস্ক সরকার তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০১৮

সম্প্রতি তুরস্ক সরকার তুর্কি বুর্সলারি স্কলারশিপ ২০১৮ এর জন্য আবেদন আহবান করেছে। এই স্কলারশিপের আওতায় তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টার্স এবং পিএইচডি করা যাবে। এছাড়াও পিএইচডিধারীরা বিভিন্ন বিষয়ে রিসার্চ ফেলোশিপের (সর্বোচ্চ ১ বছর) জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের সময়  ৫ ফেব্রুয়ারী ২০১৮-৫ মার্চ ২০১৮

স্থান: তুরস্ক

 সুযোগ সুবিধাসমূহ


  • টিউশন ফি সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় খরচ (রিসার্চ ফেলোশিপ প্রাপ্তরা ব্যতীত) দেয়া হবে।
  • একোমোডেশন তথা থাকা সরকারী ব্যবস্থাপনায় বিনামূল্যে।  আর খাবারের একটি বড় অংশ সরকার বহন করে বা ভর্তুকি দেয় (রিসার্চ ফেলোশিপ প্রাপ্তরা ব্যতীত)।
  • প্রথমবার যাওয়া ও পড়ালেখা শেষ করে দেশে ফেরার বিমান টিকেট (রিসার্চ ফেলোশিপ প্রাপ্তরা ব্যতীত)।
  • স্বাস্থ্য বীমা তথা বিনামূল্যে চিকিৎসা সেবা (রিসার্চ ফেলোশিপ প্রাপ্তরা ব্যতীত।
  • মাসিক সম্মানী ভাতা (মাস্টার্সে প্রায় ২০ হাজার টাকা এবং পিএইচডিতে প্রায় ৩০ হাজার টাকা এবং রিসার্চ প্রোগ্রামে প্রায় ৬৫ হাজার টাকা হারে প্রদান করা হয়)।

 আবেদনের যোগ্যতা

  • আবেদন করার সময় তুরস্কের কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া যাবেনা।
  • মাস্টার্স প্রোগ্রামের জন্য ৩০ বছরের নিচে হতে হবে।
  • পিএইচডি প্রোগ্রামের জন্য ৩৫ বছরের নিচে হতে হবে।
  • রিসার্চ ফেলোশিপের ক্ষেত্রে ৪৫ বছরের নিচে হতে হবে।
  • অর্জনকৃত ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম ৭৫% নাম্বার থাকতে হবে।
  • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ।

 আবেদন পদ্ধতি

  • সকল পরীক্ষার সার্টিফিকেট।
  • সকল পরীক্ষার মার্কসিট।\পাসপোর্ট/ জন্মনিবন্ধনের ইংরেজীতে অনুবাদ করা কপি।
  • আইইএলটিএস/ জিআরই/টোফেল ইত্যাদির সার্টিফিকেট। (প্রযোজ্য ক্ষেত্রে)
  • ২ টি রেফারেন্স লেটার।

আবেদনের শেষ তারিখ: মার্চ ৫, ২০১৮

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here