ভ্রমণে দরকারি ৫ স্মার্টফোন অ্যাপ্লিকেশন - ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

সর্বশেষ পোস্ট

infocrunch-logo

ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

.com/

Post Top Ad

.com/

Post Top Ad

Sunday, November 19, 2017

ভ্রমণে দরকারি ৫ স্মার্টফোন অ্যাপ্লিকেশন

Responsive Ads Here


ভ্রমণে দরকারি  স্মার্টফোন অ্যাপ্লিকেশন


b
ভ্রমণে দরকারি ৫ অ্যান্ড্রয়েড অ্যাপস

ভ্রমণের সময় স্মার্টফোনের অ্যাপ্লিকেশন কাজে লাগতে পারে। রাস্তার দিকনির্দেশনামূলক অ্যাপ, হোটেল বুকিং অ্যাপ, নোট লেখার অ্যাপ্লিকেশনের মতো দরকারি কিছু অ্যাপ্লিকেশন সময় কাজে লাগতে পারে। দরকারি ৫টি অ্যাপ্লিকেশন সম্পর্কে জেনে নিন:



গুগল ম্যাপস: 
গুগল ম্যাপস পরিচিত একটি অ্যাপ্লিকেশন। আশপাশের দোকান, রাস্তাসহ বিভিন্ন বিষয়ে তথ্য অনুসন্ধানে ব্যবহার করা যায় গুগল ম্যাপস। 





এভারনোট: 
নানা রকম তথ্য আর্কাইভ করে রাখার সফটওয়্যার হলো এভারনোট। যেকোনো তথ্য সহজে মনে রাখার জন্য খুবই কাজের সফটওয়্যার এটি। ভ্রমণের পুরো পরিকল্পনাই এতে সংরক্ষণ করে রেখে দিতে পারেন।




জোভাগো: অ্যাপ ব্যবহার করে স্মার্টফোন থেকে হোটেল বুকিং করার সুবিধা রয়েছে জোভাগোতে। অ্যাপটির সাহায্যে হোটেল রুমের উচ্চ রেজুলেশনের ছবিও দেখা যাবে।





গুগল ট্রান্সলেট: ভ্রমণের জন্য আরেকটি প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন হচ্ছে গুগল ট্রান্সলেট। বিভিন্ন ভাষা বুঝতে এবং দরকারি অনুবাদ করতে অ্যাপটি সাহায্য করবে।




অ্যাকুওয়েদার: আবহাওয়ার খোঁজখবর জানিয়ে সাহায্য করতে পারে অ্যাকুওয়েদার নামের একটি অ্যাপ্লিকেশন। স্মার্টফোনে অ্যাপটি থাকলে কোথাও বেড়াতে যাওয়ার আগেই জানা যায় আবহাওয়ার পূর্বাভাস। 



No comments:

Post a Comment

Post Top Ad