সৌদি আরব সম্পর্কে অজানা ১০ঃ
১। পৃথিবীর বৃহত্তম নদীবিহীন দেশ । এর আয়তন ২১ লাখ ৪৯ হাজার ৬৯০ বর্গকিলোমিটার।
২। সীমান্ত প্রতিবেশী রাষ্ট্র সাতটি—ইরাক, জর্দান, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
৩। দেশটির জনসংখ্যা তিন কোটি ৩৩ লাখ দুই হাজারেরও বেশি।
এর মধ্যে ৫৫.২% পুরুষ এবং ৪৪.৮% মহিলা ।
৪। সৌদি আরবের রয়েছে ১৩টি প্রদেশ। যেগুলোকে আরবিতে মানাতিকু ইদারিয়্যাহ বলা হয়।
৫। প্রদেশগুলো হলো—১. আল কাসিম। ২. রিয়াদ। ৩. তাবুক। ৪. মদিনা। ৫. মক্কা। ৬. উত্তর সীমান্ত।
৭. আল জাওফ। ৮. হায়েল। ৯. আল ১০. জাজান। ১১. আছির। ১২. নাজরান। ১৩. পূর্বাঞ্চল প্রদেশ।
৬। পৃথিবীর প্রথম ভূমিই মক্কা বা বাক্কা। ইসলাম আসার বহু আগ থেকে মক্কা ঐতিহাসিক নগরী। কাবার নিচের অংশটুকু পৃথিবীর প্রথম জমিন।
৭। উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্রের পরিচালক ড. খালিদ বাবতিনের নেতৃত্বে পরিচালিত গবেষণায় এটাই প্রমাণিত হয়েছে যে সৌদি আরবে অবস্থিত পবিত্র কাবাই পৃথিবীর কেন্দ্রবিন্দু। (আল আরাবিয়া : ২৩ জুলাই, ২০১২)।
৮। পৃথিবীর মোট পেট্রোলিয়ামের প্রায় ১৬ শতাংশই সৌদি আরবের দখলে। দেশটির মোট রপ্তানি আয়ের ৯০ শতাংশই আসে তেলশিল্প থেকে।
৯। প্রায় ৬০ লাখ বিদেশি শ্রমিক সৌদি আরবে কাজ করে নিজেদের ও সৌদি আরবের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
১০। কৃষিজাত ভূমির পরিমাণ মোট ভূমির ৮০.৭ শতাংশ। এর মধ্যে ৭৯.১ শতাংশই চারণভূমি। দেশটির মোট আয়তনের ২ শতাংশেরও কম ভূমি ফসল উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। খেজুর, দুগ্ধ পণ্য, ডিম, মাছ, ফলফলাদি, সবজি ও ফুল প্রচুর পরিমাণে উৎপাদিত হয়।
No comments:
Post a Comment