আফ্রিকার ক্ষমতালিপ্সু ১০ স্বৈরশাসক
আফ্রিকার কিছু দেশে এমন শাসকও আছেন যাঁরা দাবি করেন যে, দেশে গণতন্ত্র আছে৷ ভোটও হয়, কিন্তু ক্ষমতায় কোনো পরিবর্তন আসে না৷ পড়ুন, সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা আফ্রিকার ১০ নেতার কথা৷
রবার্ট মুগাবে
সেনা অভ্যুত্থানের মুখে জিম্বাবুয়ের রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াতে হলো রবার্ট মুগাবেকে৷ আফ্রিকা মহাদেশের
দক্ষিণাঞ্চলের দেশ জিম্বাবুয়ে স্বাধীনতা লাভ করে ১৯৮০
সালে৷ স্বাধীনতার ৩৭ বছর পর ক্ষমতা হারালেন প্রেসিডেন্ট মুগাবে৷
টিওডোরো ওবিয়াং নগুয়েমা
মধ্য
আফ্রিকার ছোট্ট দেশ ইকুয়েটোরিয়াল গিনির প্রেসিডেন্ট টিওডোরো ওবিয়াং নগুয়েমা৷
সেই ১৯৭৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন৷ তারপর থেকে তিনিই সে দেশের
সর্বময় ক্ষমতার অধিকারী৷ টিওডোরো ওবিয়াং নগুয়েমার বয়স এখন ৭৪ বছর৷ জীবনের
অর্ধেকটা সময় পার করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে৷
হোসে এডুয়ার্ডো ডোস সান্টোস
টিওডোরো
ওবিয়াং নগুয়েমার সঙ্গে দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দেশ অ্যাঙ্গোলার প্রসিডেন্ট হোসে
এডুয়ার্ডো ডোস সান্টোসের খুব মিল৷ সান্টোস ক্ষমতায় এসেছিলেন নগুয়েমা
ইকুয়েটরিয়াল গিনির সর্বেসর্বা হওয়ার ঠিক এক মাস পর৷ সুতরাং প্রেসিডেন্ট হিসেবে
হোসে এডুয়ার্ডো ডোস সান্টোসেরও ৩৭ বছর হয়ে গেছে৷ দু’জনের বয়সও কিন্তু এক,
অর্থাৎ ৭৪!
পল
বিয়া
পল বিয়া গত ৩৪ বছর ধরে ক্যামেরুনের প্রেসিডেন্ট৷
প্রেসিডেন্ট হয়েছিলেন ১৯৮২ সালে৷ তারপর থেকে এ পর্যন্ত তাঁকে ক্ষমতা থেকে সরাতে
দু’টি অভ্যুত্থানের চেষ্টা হয়েছে৷ দু’টিকেই ব্যর্থ করে ক্ষমতা আগলে রেখেছেন ৮৪ বছর
বয়সি পল বিয়া৷
ডেনিস
সাসৌ নগুয়েসো
মধ্য অ্যামেরিকার দেশ কঙ্গো-ব্রাজাভিলের নাম অনেকেই হয়ত
শোনেননি৷ সে দেশের প্রেসিডেন্ট ডেনিস সাসৌ নগুয়েসো ক্ষমতায় আরোহন করেছিলেন ১৯৭৯
সালে৷ সেই দফায় ছিলেন ১৯৯২ পর্যন্ত৷ তারপর পাঁচ বছরের বিরতি৷ ১৯৯৭ সালে ফেরার পর
থেকে ক্ষমতায় আবার তিনি অবিচল৷
ইয়োয়েরি
মুসেভেনি
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার প্রেসিডেন্টের নাম ইয়োয়েরি
মুসেভেনি৷ ৩০ বছর ধরে তিনি সে দেশের প্রেসিডেন্ট৷ ৭২ বছর বয়সী এই শাসক সমকামীবিদ্বেষী হিসেবেও পরিচিত এবং সমালোচিত৷
ওমর আল-বাশির
সুদানের
ওমর আল-বাশির রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন ১৯৮৯ সালে৷
দারফুরে ব্যাপক গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন চালানোর
জন্য ১৯৮৯ সালে তাকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালত৷
ইদ্রিস ডেবি
গত
২৬ বছর ধরে শাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি৷
৬৪ বছর বয়সী ইদ্রিস ১৯৯০ সাল থেকে সে দেশের প্রেসিডেন্ট৷
ইসাইয়াস আফেরকি
পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়ার ইসাইয়াস আফেরকি সে দেশের
সর্বোচ্চ পদে আসীন ১৯৯৩ সাল থেকে৷ সে বছরই স্বাধীন হয় ইরিত্রিয়া৷
ইয়াহিয়া জাম্মেহ
ইয়াহিয়া
জাম্মেহ ১৯৯৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন৷ গত বছর
গাম্বিয়াকে ‘ইসলামিক প্রজাতন্ত্র’ ঘোষণা করে তিনি ক্ষমতায় আরো পাকাপোক্ত হয়েছেন
বলে বিশ্লেষকদের ধারণা৷
No comments:
Post a Comment