আফ্রিকার ক্ষমতালিপ্সু ১০ স্বৈরশাসক - ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

সর্বশেষ পোস্ট

ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Monday, November 20, 2017

আফ্রিকার ক্ষমতালিপ্সু ১০ স্বৈরশাসক



আফ্রিকার ক্ষমতালিপ্সু ১০ স্বৈরশাসক

আফ্রিকার কিছু দেশে এমন শাসকও আছেন যাঁরা দাবি করেন যে, দেশে গণতন্ত্র আছে৷ ভোটও হয়, কিন্তু ক্ষমতায় কোনো পরিবর্তন আসে না৷ পড়ুন, সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা আফ্রিকার ১০ নেতার কথা৷



রবার্ট মুগাবে
InfoCrunchBD.blogspot.com


সেনা অভ্যুত্থানের মুখে জিম্বাবুয়ের রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াতে হলো রবার্ট মুগাবেকে৷ আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের দেশ জিম্বাবুয়ে স্বাধীনতা লাভ করে ১৯৮০ সালে৷ স্বাধীনতার ৩৭ বছর পর ক্ষমতা হারালেন প্রেসিডেন্ট মুগাবে৷

টিওডোরো ওবিয়াং নগুয়েমা
InfoCrunchBD.blogspot.com

মধ্য আফ্রিকার ছোট্ট দেশ ইকুয়েটোরিয়াল গিনির প্রেসিডেন্ট টিওডোরো ওবিয়াং নগুয়েমা৷ সেই ১৯৭৯ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন৷ তারপর থেকে তিনিই সে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী৷ টিওডোরো ওবিয়াং নগুয়েমার বয়স এখন ৭৪ বছর৷ জীবনের অর্ধেকটা সময় পার করেছেন রাষ্ট্রের সর্বোচ্চ পদে৷

হোসে এডুয়ার্ডো ডোস সান্টোস

টিওডোরো ওবিয়াং নগুয়েমার সঙ্গে দক্ষিণ আফ্রিকা অঞ্চলের দেশ অ্যাঙ্গোলার প্রসিডেন্ট হোসে এডুয়ার্ডো ডোস সান্টোসের খুব মিল৷ সান্টোস ক্ষমতায় এসেছিলেন নগুয়েমা ইকুয়েটরিয়াল গিনির সর্বেসর্বা হওয়ার ঠিক এক মাস পর৷ সুতরাং প্রেসিডেন্ট হিসেবে হোসে এডুয়ার্ডো ডোস সান্টোসেরও ৩৭ বছর হয়ে গেছে৷ দু’জনের বয়সও কিন্তু এক, অর্থাৎ ৭৪!

পল বিয়া


পল বিয়া গত ৩৪ বছর ধরে ক্যামেরুনের প্রেসিডেন্ট৷ প্রেসিডেন্ট হয়েছিলেন ১৯৮২ সালে৷ তারপর থেকে এ পর্যন্ত তাঁকে ক্ষমতা থেকে সরাতে দু’টি অভ্যুত্থানের চেষ্টা হয়েছে৷ দু’টিকেই ব্যর্থ করে ক্ষমতা আগলে রেখেছেন ৮৪ বছর বয়সি পল বিয়া৷

ডেনিস সাসৌ নগুয়েসো


মধ্য অ্যামেরিকার দেশ কঙ্গো-ব্রাজাভিলের নাম অনেকেই হয়ত শোনেননি৷ সে দেশের প্রেসিডেন্ট ডেনিস সাসৌ নগুয়েসো ক্ষমতায় আরোহন করেছিলেন ১৯৭৯ সালে৷ সেই দফায় ছিলেন ১৯৯২ পর্যন্ত৷ তারপর পাঁচ বছরের বিরতি৷ ১৯৯৭ সালে ফেরার পর থেকে ক্ষমতায় আবার তিনি অবিচল৷

ইয়োয়েরি মুসেভেনি


পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার প্রেসিডেন্টের নাম ইয়োয়েরি মুসেভেনি৷ ৩০ বছর ধরে তিনি সে দেশের প্রেসিডেন্ট৷ ৭২ বছর বয়সী এই শাসক সমকামীবিদ্বেষী হিসেবেও পরিচিত এবং সমালোচিত৷

ওমর আল-বাশির

সুদানের ওমর আল-বাশির রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন ১৯৮৯ সালে৷ দারফুরে ব্যাপক গণহত্যা, ধর্ষণ ও নির্যাতন চালানোর জন্য ১৯৮৯ সালে তাকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালত৷

ইদ্রিস ডেবি

গত ২৬ বছর ধরে শাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি৷ ৬৪ বছর বয়সী ইদ্রিস ১৯৯০ সাল থেকে সে দেশের প্রেসিডেন্ট৷

ইসাইয়াস আফেরকি


পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়ার ইসাইয়াস আফেরকি সে দেশের সর্বোচ্চ পদে আসীন ১৯৯৩ সাল থেকে৷ সে বছরই স্বাধীন হয় ইরিত্রিয়া৷

ইয়াহিয়া জাম্মেহ


ইয়াহিয়া জাম্মেহ ১৯৯৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন৷ গত বছর গাম্বিয়াকে ‘ইসলামিক প্রজাতন্ত্র’ ঘোষণা করে তিনি ক্ষমতায় আরো পাকাপোক্ত হয়েছেন বলে বিশ্লেষকদের ধারণা৷

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here