আমার ভাইয়ের রক্তে রাঙানো - ইনফোগ্রাফিক - ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

সর্বশেষ পোস্ট

infocrunch-logo

ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

.com/

Post Top Ad

.com/

Post Top Ad

Tuesday, January 30, 2018

আমার ভাইয়ের রক্তে রাঙানো - ইনফোগ্রাফিক

Responsive Ads Here
একুশে ফেব্রুয়ারি – আমাদের জাতীয় মানসে নতুন এক অধ্যায়ের শুরু করেছিলো এ দিনটি। বাংলাকে রাষ্ট্রভাষা স্বীকৃতি দেবার আন্দোলনের গণ্ডি পেরিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলনের বীজ রোপিত হয়েছিলো এ দিনে, যার চূড়ান্ত ফসল বাংলাদেশের স্বাধীনতা। ১৯৫২ সালের রক্তঝরা এ আন্দোলনই প্রথমবারের মতো আমাদেরকে সচেতন করে তোলে নিজেদের জাতীয় পরিচয় সম্পর্কে। আমরা প্রশ্ন করতে শিখেছিলাম পাকিস্তান নামক দেশে আমাদের অবস্থান ও অস্তিত্ব নিয়ে। পাকিস্তানি শাসকযন্ত্রের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে প্রতিবাদের সূত্রপাত তো এই একুশেই ঘটেছিলো!

আমার ভাইয়ের রক্তে রাঙানো যে একুশে ফেব্রুয়ারি, সে ভাষা আন্দোলনকে নিয়ে আজ আমাদের বিশেষ ইনফোগ্রাফিক। তবে এ গ্রাফিকটি শুধু একটি দিনকে নিয়ে নয়। বরং ভাষা আন্দোলনের উল্লেখযোগ্য ঘটনা ও ব্যক্তিকে নিয়ে গ্রাফিকটি সাজানো হয়েছে।

ekshushey+february+-+infocruchbd+infographic+2018

No comments:

Post a Comment

Post Top Ad