স্কলারশিপ নিয়ে আন্ডারগ্রাজুয়েট সম্পন্ন করুন চীনে - ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

সর্বশেষ পোস্ট

ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

test banner

Post Top Ad

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, January 24, 2018

স্কলারশিপ নিয়ে আন্ডারগ্রাজুয়েট সম্পন্ন করুন চীনে

উচ্চশিক্ষায় আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের জন্য চীন সরকার দিচ্ছে এক সুবর্ণ সুযোগ। আন্তর্জাতিক শিক্ষার্থীরা যারা অত্যন্ত মেধাবী ও ভবিষ্যৎ মেধাবিকাশে প্রত্যাশী তাদের জন্য সরকারি বৃত্তির আওতায়  পিকিং বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিএ করার সুযোগ। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা “আন্তর্জাতিক শিক্ষার্থী” বিভাগের হয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারেন।

​পিকিং বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রয়েছে বেইজিং বিশ্ববিদ্যালয়ও এবং এ দুটো বৃত্তিসহ বর্তমানে চীনে মোট তিন ধরনের সরকারি স্কলারশিপ অব্যাহত আছে। এগুলো হলঃ চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রাম (CGS), পিকিং ইউনিভার্সিটি স্কলারশিপ (PKUS) এবং বেইজিং ইউনিভার্সিটি স্কলারশিপ (BJS)। ২০০৮ সালে চীনের শিক্ষা মন্ত্রণালয় CGS প্রবর্তন করে আর ২০১২ সালে পিকিং বিশ্ববিদ্যালয় PKUS প্রদান শুরু করে। PARTIAL এবং FULL এই দুটি ক্যাটাগরিতে বিভক্ত এই বৃত্তি। সেক্ষেত্রে, ২০০৬ সালে বেইজিং মিউনিসিপাল গভর্নমেন্টের চালু করা বেইজিং স্কলারশিপে টিউশন ফিও বৃত্তির অন্তর্ভুক্ত।

তথ্য ও আবেদন প্রক্রিয়া: 


পিকিং ইউনিভার্সিটি স্কলারশিপ (PKUS)
বেইজিং ইউনিভার্সিটি স্কলারশিপ (BJS)


ভর্তির পূর্বশর্ত


* নন-চাইনিজ নাগরিক
* ২০১৮ সালের জন্য বিএ,  কোর্সের  উদ্দেশ্যে  আবেদনকারীকে অবশ্যই ডিগ্রী প্রোগ্রাম অ্যাপ্লিকেশন পিকিং বিশ্ববিদ্যালয়ে   জমা দিতে হবে।
* পূর্বে চীন থেকে স্কলারশিপ ফান্ড প্রাপ্ত শিক্ষার্থী আবেদন করতে পারবে না।
* আগে কোন টিউশন বৃত্তির অধিকারী হওয়া যাবে না।


যেসব প্রোগ্রামে অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা আবেদনযোগ্য
নয়


* প্রফেশনাল মাস্টার ডিগ্রী প্রোগ্রাম; ইংলিশ ইন্সট্রাক্টেড প্রোগ্রাম, জয়েন্ট প্রোগ্রাম।
* জয়েন্ট ডিগ্রী প্রোগ্রাম,
* ইংলিশ ইন্সট্রাক্টেড প্রোগ্রাম।
* (যে সকল শিক্ষার্থী এই BGS প্রোগ্রামে আবেদন করতে চায় তাদের কে সরাসরি ইংলিশ ইন্সট্রাক্টেড প্রোগ্রামের অধীনে দায়িত্বাধীন কর্তৃপক্ষের কাছে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।)



বৃত্তির আওতাধীন বিষয়সমূহ


পিকিং ইউনিভার্সিটি স্কলারশিপ (PKUS)

১। ফুল স্কলারশিপ
টিউশন ফি
আবাসন সুযোগ সাথে ছাত্রাবাস ভাতা (আন্ডারগ্র্যাজুয়েটদের জন্য ২০০০ CNY/মাস,
CNY/মাস  মাস্টার্স শিক্ষার্থীদের জন্য এবং ৩০০০ CNY/মাস পিএইচডি শিক্ষার্থীদের জন্য)
মেডিক্যাল ইনস্যুরেন্স ৬০০ CNY/বছর

২।  পার্শিয়াল স্কলারশিপ
শুধু টিউশন ফি বরাদ্দ থাকবে।


 বেইজিং ইউনিভার্সিটি স্কলারশিপ (BJS)
ফুল স্কলারশিপঃ বার্ষিক টিউশন
অর্ধ বৃত্তিঃ আধা বাৎসরিক টিউশন
১/৪ স্কলারশিপঃ বছরের এক চতুর্থাংশ টিউশন

চাইনিজ ইন্সট্রাক্টেড প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের জন্য সাধারণ মাস্টার্স প্রোগ্রামের স্ট্যান্ডার্ড বিষয়ে কনসাল্ট করার অনুরোধ করা হচ্ছে।


বৃত্তির সময়কাল 


ব্যাচেলর(চাইনিজ ভাষা শিক্ষা সহ): ১ বছর

আবেদন সংক্রান্ত প্রয়োজনীয় উপকরণ  


১ প্রথমে আপনাকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনলাইন অ্যাপ্লিকেশন এর এই সাইটটিতে যেতে হবে এবং “স্কলারশিপ অ্যাপ্লিকেশন” এ ক্লিক করে “নিউ স্টুডেন্ট” অপশনে ফর্ম পূরণ করতে হবে।

২ সময়সীমার আগে আবেদনকারীকে নিম্নোক্ত উপকরণ জমা দিতে হবেঃ

ক) এক কপি ছবি ও স্বাক্ষরসহ অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে।
খ) চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের জন্য (ইংলিশ অথবা চাইনিজ,অরিজিনাল) আবেদনকারীকে সাইটে যেয়ে অনলাইন ফর্মটি পূরণ করতে হবে এবং ফর্মের দুই কপি প্রিন্ট করে উভয় ফর্মে ছবি সংযুক্ত করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ব্যতীত আবেদন গ্রহণযোগ্য হবে না।

নোটঃ

প্রোগ্রাম ক্যাটাগরিঃ টাইপ B
পিকিং বিশ্ববিদ্যালয়ের এজেন্সি নম্বর ১০০০১

গ) আবেদনকারীর উচ্চতম অ্যাকাডেমিক ডিগ্রির কপি। যদি ডিগ্রী চাইনিজ বা ইংরেজিতে না হয় তাহলে অবশ্যই ইংরেজিতে অনূদিত করে দিতে হবে।
(যে সকল শিক্ষার্থী এখনও গ্র্যাজুয়েশন মধ্যবর্তী বা করা বাকি তাদের গ্র্যাজুয়েশনের সম্ভাব্য তারিখ জানাতে হবে।)
ঘ) আবেদনকারীর বৈধ পাসপোর্টের এক কপি ফটোকপি (পাসপোর্ট অবশ্যই বৈধ হতে হবে)


অন্য কোন উপকরণের প্রয়োজনীয়তা নেই


আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম (বিএ)
এপ্রিল ১৫ থেকে মে ১৫ , ২০১৮

সময়সীমার আগে বা পরে পাঠানো কোন আবেদন গ্রহণযোগ্য হবে না।


ঠিকানাঃ রুম ৩২৮, নিউ সান স্টুডেন্ট সেন্টার, পিকিং ইউনিভার্সিটি
(ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিভিশন)
নং ৫ ইহেউয়ান রোড, হাইদিয়ান ডিস্ট্রিক্ট, বেইজিং, চায়না।
পোস্টকোডঃ ১০০৮৭১

নোটঃ

যারা চীনা সরকারি বৃত্তির (CGS) জন্য আবেদন করতে মনস্থ করেছে তারা, "চীনা সরকার বৃত্তি আবেদনপত্র" (ছবিসহ ফর্ম এর দুটি অনুলিপি) এবং আবেদনকারীর সর্বোচ্চ একাডেমিক ডিগ্রীর একটি নোটারি অনুলিপি এবং আপনার বৈধ পাসপোর্ট এক ফটোকপি জমা দিতে হবে । অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

যে সকল আবেদনকারীদের চীনা সরকারি বৃত্তি পেতে ব্যর্থ হবে তারা অন্য দুটি বৃত্তি জন্য স্বয়ংক্রিয়ভাবে আবেদন করতে পারেন। আবেদনকারীরা অন্যান্য বৃত্তি জন্য তাদের অ্যাপ্লিকেশনগুলি পুনরায় জমা দেয়ার প্রয়োজন নেই।

একজন আবেদনকারী শুধুমাত্র একবারের জন্য একটি বৃত্তি গ্রহণ করতে পারবে ।
আবেদন এর সকল উপকরণ সত্য এবং বৈধ হতে হবে।  মিথ্যা কাগজপত্র জমা দিয়েছে এমন   আবেদনকারীকে সাথে সাথেই বৃত্তির জন্য অযোগ্য ঘোষণা করা হবে। আবেদনকারী অন্যান্য নিয়ম ভঙ্গ করলে, পিকিং বিশ্ববিদ্যালয় থেকে তার ছাত্রত্ব বাতিল ঘোষণা করা হবে।
আবেদন এর কোন উপকরণ ফিরিয়ে দেওয়া হবে না;

*উপরোক্ত বক্তব্যে কোন সংশয় দেখা দিলে, চীনা কর্তৃপক্ষ তা সংশোধনের অধিকার রাখে।    

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here