বঙ্গবন্ধু আইল্যান্ড কোন জেলায় অবস্থিত? - ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

সর্বশেষ পোস্ট

infocrunch-logo

ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

.com/

Post Top Ad

.com/

Post Top Ad

Sunday, December 17, 2017

বঙ্গবন্ধু আইল্যান্ড কোন জেলায় অবস্থিত?

Responsive Ads Here
Shutterbug+Sayings+%25281%2529


বঙ্গবন্ধু আইল্যান্ড কোন জেলায় অবস্থিত?



দ্বীপটি প্রথম আবিষ্কৃত হয় ১৯৯২ সালে। মৎস্য শিকারি মালেক ফরাজীসহ দু’জন জেলে প্রথম এ দ্বীপ আবিষ্কার করে বঙ্গবন্ধু দ্বীপ নামে একটি সাইনবোর্ড লাগিয়ে দেন। এরপর দীর্ঘ দিন এ দ্বীপের আর কোনো খবর ছিল না। এ দ্বীপে সর্বমোট নয় কিলোমিটার লম্বা সাগর সৈকত রয়েছে। এ সৈকতের পানি এতটাই স্বচ্ছ যে এখানে সহজেই ভয়হীনভাবে সাঁতার কাটা যায়।

দ্বীপটি প্রথম আবিষ্কৃত হয় ১৯৯২ সালে

এ দ্বীপের প্রধান আকর্ষণ লাল কাঁকড়া। চলতি বছর দ্বীপটি নিয়ে গবেষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, দ্বীপটিতে কোনো চোরাবালির চিহ্ন পাওয়া যায়নি।


সরীসৃপ বাদে প্রায় ৬০ থেকে ৭০টি জীববৈচিত্র্যের সন্ধান পাওয়া গেছে। এছাড়াও এ দ্বীপের আশপাশে ২০ কিলোমিটার পর্যন্ত কোনো মানববসতি নেই। ৭ দশমিক ৮৪ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট নতুন এ দ্বীপটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই মিটার উচ্চতায় অবস্থিত। খুলনার মংলা উপজেলার দুবলার চর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে এ দ্বীপের অবস্থান।

No comments:

Post a Comment

Post Top Ad