৬ দফা দিবস কবে?
ছয় দফার ৫১ বছরপূর্তি হল এ বছর। ১৯৬৬ সালের ৫ ও ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী রাজনৈতিক দলগুলোর এক সম্মেলনে আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘৬ দফা দাবি’ পেশ করেন।
৭ জুনকে ৬ দফা দিবস হিসেবে পালন করা হয়
আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় ১৯৬৬ সালের ২৩ মার্চ। কিন্তু ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। ৬ দফা উত্থাপন করা হলে পাকিস্তান সরকারের দমন-নিপীড়ন মাত্রা ছাড়িয়ে যায়, বঙ্গবন্ধুকেও গ্রেফতার করা হয়। গ্রেফতারের প্রতিবাদে আন্দোলনের এক পর্যায়ে ১৯৬৬ সালের ৭ জুন মনু মিয়াসহ ১২ জন শহীদ হন। এ দিনকে স্মরণ করে ৭ জুনকে ৬ দফা দিবস হিসেবে পালন করা হয়।
No comments:
Post a Comment