দৃষ্টিপাত - ডিসেম্বর ২০১৭ - ইনফোক্রাঞ্চ - ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

সর্বশেষ পোস্ট

infocrunch-logo

ছড়িয়ে পড়ুক নতুন কিছু জানার আগ্রহ

.com/

Post Top Ad

.com/

Post Top Ad

Thursday, December 28, 2017

দৃষ্টিপাত - ডিসেম্বর ২০১৭

Responsive Ads Here
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে শানিত করতে প্রতিনিয়ত নিজেকে সর্বশেষ তথ্য জেনে আপডেট রাখতে হয়। আপনাদের প্রস্তুতি নেয়ার পথকে আরো মসৃণ করতে আমাদের আয়োজন "দৃষ্টিপাত" । এই পোস্টে সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সাজানো অবস্থায় পাবেন।

আজকের পোস্টের বিষয় ডিসেম্বর ২০১৭।


dristipat-infocrunch


ইউনেস্কো ৬ ডিসেম্বর ২০১৭-এ শীতলপাটিকে নির্বস্তুক বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষনা করে।
অন্যান্য সাংস্কৃতিক ঐতিহ্যগুলো হলো-
বাউল গান (২০০৮)
জামদানি বয়ন শিল্প (২০১৩)
পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা (২০১৬)
শীতলপাটির বুনন পদ্ধতি (২০১৭)
ইউনেস্কো ২০১৭ সাল পর্যন্ত বিশ্বের ১১৭টি দেশের ৪৭০ টি ঐতিহ্যকে নির্বস্তুক বা অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষনা করে।

ইসলামি সম্মেলন সংস্থার (OIC) ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন - ৫-৬ মে ২০১৮ ঢাকায় অনুষ্ঠিত হবে।
২০১৮ সালের ইসলামি সাংস্কৃতিক রাজধানী হলো- আল মুহারাক (বাহরাইন), নাখছিভান (আজারবাইজান), ও লিব্রেভিল (গ্যাবন)।
ইলিশের স্যুপ ও নুডুলস তৈরির প্রযুক্তি উদ্ভাধন করেন - অধ্যাপক ড. এ কে এম নওশাদ আলম
২০১৭ সালে টাইমের পারসন অব দ্য ইয়ার মনোনিত হন – সাইলেন্স ব্রেকার
ICT উন্নয়ন সূচকে শীর্ষ দেশ – আইসল্যান্ড
ICT উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান – ১৪৭ তম
দেশের ইতিহাসে সর্বাধিক মঞ্চায়িত নাটক – কঞ্জুস
এটির ৭০০ তম প্রদর্শনী হয়।
১৯৮৭ সাল থেকে প্রদর্শিত হয়ে আসছে।
ফরাসি নাট্যকার মঁলিয়েরের The Miser অবলম্বনে তারিক আনাম খান রূপান্তরিত ও লিয়াকত আলী নির্দেশিত নাটক।

সর্বশেষ তথ্যানুসারে বাংলাদেশঃ

সূচক
তথ্য
গড় আয়ু
৭৩.৬ বছর

কর্মজীবী
৫.৯৫ কোটি
বেকারত্ব
৪.২%
সাক্ষরতা
৭১%
জনসংখ্যা বৃদ্ধি

১.৩৭%
মাথাপিছু আয়
১৬১০ ডলার
জিডিপি প্রবৃদ্ধি
৭.২৮%
সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ৪ ধরনের কর রয়েছে।
বাংলাদেশে ৩৩ ধরনের কর আরোপ রয়েছে।
জামালপুরের সরষাবাড়িতে স্থাপিত সৌরবিদ্যুৎ প্লান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ ১০ ডিসেম্বর ২০১৭-এ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়।
প্রধানমন্ত্রী কম্বোডিয়া সফর করেন – ৩-৫ ডিসেম্বর ২০১৭
তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদ্রিম বাংলাদেশ সফর করেন – ১৮-২০ ডিসেম্বর ২০১৭
পোপ ফ্রান্সিস বাংলাদেশ সফর করেন – ৩০ নভেম্বর – ২ ডিসেম্বর ২০১৭
তিনি খ্রিষ্টান ধর্মের ২৬৬-তম পোপ
১৯৮৬ সালে পোপ ২য় জন পল বাংলাদেশ সফর করেন
আলোচিত রোবট “সোফিয়া”-কে বাংলাদেশে নিয়ে আসা হয় – ৫ ডিসেম্বর ২০১৭
২৫ অক্টোবর ২০১৭-এ সোফিয়াকে সৌদি আরব নাগরিকত্ব প্রদান করে
এটির জনক – ড. ডেভিড হ্যানসন
জন্ম – ১৯ এপ্রিল ২০১৫, হংকং
UNDP সোফিয়াকে বিশ্বের প্রথম “Non-Human Innovation Champion” হিসেবে ঘোষনা করে।

কম্বোডিয়ার রাজধানী নমপেনের একটি সড়কের নাম জাতির জনক বঙ্গবন্ধুর নামে করা হয়।
পিলখানা হত্যাযজ্ঞের রায় প্রদান করা হয় – ২৬-২৭ নভেম্বর ২০১৭ 
ফাঁসি দেয়া হয় – ১৩৯ জনকে
যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয় – ১৮৫ জনকে

দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক – শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক
অবস্থান – শংকরপুর,যশোর

বাংলাদেশ বিমান বাহিনীর দুই নারী বৈমানিক দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতিসংঘের  শান্তিরক্ষা মিশনে যোগদান করে।
তাঁরা হলেন – ফ্লাইট লেফটেন্যান্ট নাইমা হক ও ফ্লাইট লেফটেন্যান্ট তামান্না-ই-লুৎফি
তাঁরা সশস্ত্র বাহিনীর প্রথম পাইলট হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন

জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরনে বাংলাদেশ বর্তমানে দ্বিতীয় ( ৭২৪০ জন)।
প্রথম স্থানে রয়েছে – ইথিওপিয়া ( ৮৩৮৭ জন)
তৃতীয় স্থানে রয়েছে – ভারত ( ৬৭০০ জন)
প্রথমবারের মতো বাংলাদেশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিতে দুই জুন কারা কর্মকর্তা অংশ নেন। তারা ২৫ নভেম্বর ২০১৭-এ দক্ষিণ সুদানের উদ্দেশ্যে রওয়ানা দেন।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে একাত্তরের সময় মুক্তিযোদ্ধাদের বয়স সাড়ে ১২ পর্যন্ত বিবেচনা করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad